ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মাশরাফির ৩ উইকেটের অপেক্ষা

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাশরাফির ৩ উইকেটের অপেক্ষা

ক্রীড়া ডেস্ক: এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার উপুল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন। আর মাত্র ৩ উইকেট পেলেই প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আড়াইশ উইকেট পাওয়ার কীর্তি গড়বেন নড়াইল এক্সপ্রেস। ২০০১ সালে ওয়ানডে অভিষেক হওয়া মাশরাফি বল হাতে নিয়েছেন ২৪৭ উইকেট।

ওয়ানডে বাংলাদেশের হয়ে সবথেকে বেশি উইকেট মাশরাফির। বারবার ইনজুরিতে পরা সত্ত্বেও মাশরাফি নিজের ক্যারিয়ার গুছিয়েছেন দারুণভাবে। বল হাতে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশকে উৎসবের একাধিক উপলক্ষ এনে দিয়েছেন। রঙিন পোশাকে তাই এখনও মাশরাফি বাংলাদেশের সেরা পেসার।

বিশ্ব ক্রিকেটে ডানহাতি পেসারদের তালিকায় মাশরাফি খুব পিছিয়ে নেই। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন ১৪ নম্বরে। সেরা দশের পর তার ওপরে রয়েছেন কপিল দেব (২৫৩), মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯) ও আব্দুর রাজ্জাক (২৬৯)। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা মাশরাফির। পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলে মাশরাফির পক্ষে সেরা দশে যাওয়া কঠিন নয়।

কিন্তু অতসব ভাবনায় নেই মাশরাফি। তার লক্ষ্য দলকে সেরা সাফল্য দেওয়া। এশিয়া কাপের প্রথম ম্যাচেও বল হাতে দ্যুতি ছড়িয়েছেন অধিনায়ক। গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশকে দিয়েছেন জোড়া সাফল্য। 

নিজের মাইলফলক নিয়ে দেশ ছাড়ার আগে অধিনায়ক বলেছিলেন,‘ব্যক্তিগতভাবে আমার নিজের কোন লক্ষ্য থাকে না। কখনো এমন লক্ষ্য নিয়ে খেলি না। আমি চেষ্টা করব অবদান রাখার, যতটুক পারি। এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা নেই।’



রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়