ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মানুষের গল্পগুলো খুঁজে বের করতে হবে: হাসান আজিজুল হক

সাইফ বরকতুল্লাহ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৮:২৭, ১৬ নভেম্বর ২০২১
মানুষের গল্পগুলো খুঁজে বের করতে হবে: হাসান আজিজুল হক

‘আমার জীবন আমার রচনা’ অনুষ্ঠান কথা বলছেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক (ছবি : সাইফ )

তরুণ লেখকদের উদ্দেশে কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, মানুষের গল্পগুলো খুঁজে বের করতে হবে। মানুষের চিন্তার গভীরতার শেষ নেই। তরুণদের বলতে চাই, মাটিকে আঁকড়ে ধরে লিখতে হবে। মানুষ মৃত্যুর পরও মাটিতে মিশে যাবে। মাটিকে অবলম্বন করেই সবকিছু করতে হয়।

রোববার সন্ধ্যায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বাতিঘরে কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে নিয়ে আয়োজন করা হয় ‘আমার জীবন আমার রচনা’ অনুষ্ঠান। সেখানে তিনি এ কথা বলেন। বাতিঘর এ অনুষ্ঠানের আয়োজর করে।

নিজের লেখকজীবন সম্পর্কে হাসান আজিজুল হক বলেন, ‘আমি সবকিছু সহজভাবে দেখি। কেউ যদি লিখতে চায়, তার প্রথমেই উচিত মৃত্তিকাসংলগ্ন হওয়া। আকাসকুসুম কল্পনা করে লাভ নেই। মাটির কাছেই সবকিছু রয়েছে।’

তিনি বলেন, পৃথিবীতে যতগুলো মানুষ ততগুলোই পৃথিবী। লেখকদের কাজ সেই পৃথিবীতে প্রবেশ করে সেই সব পৃথিবীর গল্পগুলো খুঁজে বের করা। মানুষের এই পৃথিবীতে ঢুকতে পারলে লেখক তার সীমাবদ্ধতাকে অতিক্রম করবে। তখন তার সেই শরীর অনন্তের বাহন হতে পারে।
 


হাসান আজিজুল হক বলেন, ‘মানুষই সেই প্রাণী, যার চিন্তা, ভালোবাসার গভীরতার কোনো শেষ নেই। জীবনের অতল জলে ডুব দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। সেখানকার মণিমানিক্য তুলে আনতে হবে।’

তিনি বলেন, ‘কি একটা বোধ কাজ করে সব সময়! না পারি বুঝতে, না পারি বর্ণনা করতে। আমার লেখক হয়ে ওঠা সম্পর্কে কিছুই বলতে পারব না। তবে রবীন্দ্রনাথের কথাই বলতে হয়, যদি কারও ভেতরে লেজ থেকে থাকে সেই লেজ একদিন বের হয়ে আসবেই।’

তিনি বলেন, ‘যিনি লেখক তিনি বলতে পারেন, আমি মানুষকে ভালোবাসি বলেই লেখক হতে পেরেছি। কেউ ইচ্ছে করলেই লেখক হয়ে উঠতে পারেন না, যিনি মানুষকে ভালোবাসেন তার পক্ষেই লেখক হওয়ার সম্ভাবনা থাকে।’

লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাস। সভাপতিত্ব করেন গল্পকার কাজল শাহনেওয়াজ। অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াসসহ নবীন, প্রবীণ সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।




রাইজিংবিডি/ঢাকা/১৭ সেপ্টেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়