ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ২ ব্যক্তির অপমৃত্যু

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ১৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ২ ব্যক্তির অপমৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং ভবন থেকে পরে দুই ব্যক্তির অপমৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর ডবলমুরিং এবং আগ্রাবাদ বাণিজ্যক এলাকায় এ দুই অপমৃত্যুর ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার দুই অপমৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- খোরশেদ আলম (৪৮) ও আনোয়ার হোসেন (৪০)।

হাসপাতাল সূত্রে জানা যায়, নগরীর ডবলমুরিং থানার মগপুকুর পশ্চিমপাড় এলাকায় নিজের নির্মাণাধীন ভবনে শ্রমিকদের কাজ বুঝিয়ে দেওয়ার সময় খোরশেদ আলম অসাবধানতাবসত ভবনের ওপর থেকে পড়ে যান। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ভ্যানগার্ড নামের একটি গার্মেন্ট কারখানায় এসি মেরামতের কাজ করার সময় আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




রাইজিংবিডি/চট্টগ্রাম/১৮ সেপ্টেম্বর ২০১৮/রেজাউল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়