ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শরীফ আতিক-উজ-জামানের গল্পগ্রন্থ লন্ডন থেকে প্রকাশিত

সাইফ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ২৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শরীফ আতিক-উজ-জামানের গল্পগ্রন্থ লন্ডন থেকে প্রকাশিত

রাইজিংবিডি ডেস্ক : লন্ডনের Spiderwize কর্তৃক প্রকাশিত শরীফ আতিক-উজ-জামানের গল্পগ্রন্থ ‘River Madhumati and The Broken Fiddle’ এর প্রকাশনা অনুষ্ঠান হয়েছে খুলনার উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে।

গতকাল বুধবার সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে বইটি নিয়ে আলোচনা করেন ইংরেজি সাহিত্যের অবসরপ্রাপ্ত অধ্যাপক, লেখক ও গবেষক অসিতবরণ ঘোষ এবং বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।

দেশভাগ, প্রান্তিক মানুষের জনজীবন, নারীবাদী ইস্যু, নষ্ট রাজনীতির পরিণতি ইত্যাদি বিষয়বস্তুর ওপর রচিত গল্পগুলোর শৈলী, সামাজিক গুরুত্ব, নান্দনিক বৈশিষ্ট্য নিয়ে আলোচকরা দীর্ঘক্ষণ আলোচনা করেন। বৈশ্বিক সাহিত্যের পরিমণ্ডলে শরীফ আতিক-উজ-জামানের এই পদক্ষেপকে সবাই স্বাগত জানিয়ে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশের সাহিত্য বৈশ্বিক পাঠকের কাছে পরিচিত হয়ে উঠতে পারে শুধুমাত্র ব্যাপকভাবে অনূদিত হয়ে প্রকাশিত হলেই।

বিভিন্ন সময়ে রচিত নিজের ১১টি গল্প শরীফ নিজেই অনুবাদ করেছেন। লন্ডনের খ্যাতনামা প্রকাশনা সংস্থা Spiderwize গত ১ জুলাই গ্রন্থাকারে তা প্রকাশ করেছে। সমালোচক ব্যান্ডন গুরি বইটির মূল্যায়ন করতে গিয়ে বলেছেন, ‘Each story in this collection introduces new characters and situations, but the common theme of social inequality and an effective use of dark humour means each of these works to help paint an overall picture of life in Bangladesh with lots of detail.’

আমাজন, ফয়েলস, বার্নস অ্যান্ড নোবেল, ওয়াটারস্টোনস, বোকাস, স্যাক্সো, এডলিবরিস, এবিসিবুকস, বুকসাউটসহ বিশ্বের সমস্ত খ্যাতনামা বুকসপে বইটি পাওয়া যাচ্ছে। একই সাথে বইটির পেপারব্যাক ও কিন্ডল ভার্সন প্রকাশিত হয়েছে।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৮/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়