ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জটিলতা কাটিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে শাকিবের ‘নাকাব’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ২৭ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জটিলতা কাটিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে শাকিবের ‘নাকাব’

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। দেশের গণ্ডি পেরিয়ে ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তারই ধারাবাহিকতায় ওপার বাংলার ‘নাকাব’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব। রাজিব পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার নুসরাত জাহান ও সায়ন্তিকা। এছাড়াও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ ও সুদীপ মুখার্জি প্রমুখ।

বাংলাদেশে সিনেমাটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এবার সব জটিলতা কাটিয়ে আগামীকাল শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাইজিংবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন ‘নাকাব’ সিনেমার আমদানীকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, ‘‘নাকাব’ ঢাকাসহ দেশের শতাধিক হলে মুক্তি পাচ্ছে। এখনই বলা যাচ্ছে না ঠিক কতটি হলে মুক্তি পাচ্ছে। তবে একশত হল অতিক্রম করবে। সিনেমাটির মেরিট ভালো। দর্শক সিনেমাটি দেখবেন বলে আশা করছি।’

কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি বাংলাদেশে আমদানী করছেন জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটি মুক্তির তারিখ কয়েকবার পিছানো হয়েছে। তবে এখন মুক্তিতে কোনো জটিলতা নেই বলেও জানান আব্দুল আজিজ। সাফটা চুক্তির মাধ্যমে ‘নাকাব’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। এর বিপরীতে কলকাতায় মুক্তি পাচ্ছে ‘পাষাণ’।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ সেপ্টেম্বর ২০১৮/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়