ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বদলে যাচ্ছে বার্সার শত বছরের পুরনো প্রতীক

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বদলে যাচ্ছে বার্সার শত বছরের পুরনো প্রতীক

ক্রীড়া ডেস্ক : বার্সেলোনার বর্তমান প্রতীকটিতে পরিবর্তন আনার পরিকল্পনা নিচ্ছে ক্লাবটি। নতুন ডিজাইনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাঝে বড় অক্ষরের ‘এফসিবি’ লেখাটি আর থাকছে না। যা গত একশ বছরের অধিক সময় জুড়ে বার্সার প্রতীকে অব্যাহত ছিলো।

কাতালান ক্লাবটির বর্তমান প্রতীক চিহ্নটি ২০০২ সালের সংশোধিত ফরম্যাট। এবার সংশোধিত নতুন প্রতীক সম্বলিত জার্সি গায়ে বৃহস্পতিবার অনুশীলনে নেমেছে বার্সা। অনুশীলন ক্যাম্পে দলের সেরা তারকাকে এমন জার্সি গায়ে মাঠে নামতে দেখা গেছে।

আপডেট প্রতীকের সম্মতির জন্য ২০ অক্টোবর ভোটের আয়োজন করবে বার্সেলোনা। ওই ভোটে পাস করলেই নতুন প্রতীকের জার্সিতে দেখা যাবে মেসি-সুয়ারেজ-কুতিনহোদের। আর তা হলে এটা হবে বার্সার জন্য ১১তম বারের সংস্করণ। অর্থাৎ স্প্যানিশ ক্লাবটি ১১৯ বছরের ইতিহাসে ১১তম বারের জন্য পরিবর্তন আনতে যাচ্ছে তাদের ক্লাবের প্রতীকচিহ্নতে।

২০১৮-১৯ মৌসুমে ৯৬০ মিলয়ন ইউরো আয়ের প্রত্যাশা করছে বার্সেলোনা। ক্লাবটির ধারনা ২০২১ সালের মধ্যে তাদের বার্ষিক আয় ১ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে।



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়