ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ইরানের পারমাণবিক অস্ত্র গুদাম আছে : ইসরায়েল

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইরানের পারমাণবিক অস্ত্র গুদাম আছে : ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, রাজধানী তেহরানের বাইরে ইরানের গোপন পারমাণবিক অস্ত্র গুদাম রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ দাবি করেছেন।

সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নেতানিয়াহু তার হাতে থাকা বড় একটি ছবি বিশ্ব নেতাদের দেখান। এসময় তিনি জানান, ২০১৫ সালের চুক্তি লঙ্ঘন করে ইরানি কর্মকর্তারা টনের পর টন পারমাণবিক যন্ত্রপাতি ও বস্তু একটি গুদামে জমা করেছে।

তার দাবি, এই জিনিসগুলো পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্যেই জমা করা হয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘আপনাদের উচিৎ নিজেদের একটি প্রশ্ন করা : ইরান কেন একটি গোপন পারমাণবিক মোহাফেজখানা এবং একটি গোপন পারমাণবিক গুদাম রেখেছে।’

তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক মোহাফেজখানা ও গুদাম ধ্বংস না করার কারণ হচ্ছে দেশটি তার পারমাণবিক অস্ত্র উন্নয়নের লক্ষ্য পরিত্যাগ করেনি। যে দেশটি সবসময় ইসরায়েলের ধ্বংসের আহ্বান জানায় সে দেশকে ইসরায়েলকে কখনোই পারমাণবিক অস্ত্র ‍উন্নয়ন করতে দেবে না।’

তিনি আরো বলেন, ‘ইরান যা লুকাবে ইসরায়েল তা খুঁজে বের করবে।’



রাইজিংবিডি/ঢাকা/২৮ সেপ্টেম্বর ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়