ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৪/৬

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ৫ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিনশেষে ওয়েস্ট ইন্ডিজ ৯৪/৬

ক্রীড়া ডেস্ক : যে পিচে পৃথ্বী শ, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রিশাব পন্থরা রান উৎসব করলেন, সেই পিচই কিনা ওয়েস্ট ইন্ডিজের জন্য দুরুহ হয়ে দেখা দিল। ৯৪ রান তুলতেই তাদের নেই ৬ উইকেট! এমন ব্যাটিং ব্যর্থতার মধ্য দিয়েই তারা শেষ করেছে প্রথম টেস্টের দ্বিতীয় দিন। ক্রিজে আছেন রোস্টন চেজ ও কিমো পল। তারা দুজন তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।

৯ উইকেট হারিয়ে ৬৪৯ রান তুলে ইনিংস ঘোষণা করা ভারতের চেয়ে এখনো ৫৫৫ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২ রানেই প্রথম উইকেট হারায়। ফিরে যান ক্রেইগ ব্রাফেট। ৭ রানে হারায় দ্বিতীয় উইকেট। এ সময় কিরেন পাওয়েল আউট হন। দুজনকেই ফেরান পেসার মোহাম্মদ শামি। ২১ রানের মাথায় আশা জাগানিয়া শাই হোপও অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরে যান। ৩২ রানের সময় শিমরন হেটমায়ার রানআউটে কাটা পড়েন। জাদেজার বলে সুনীল আমব্রিস রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হলে ৪৯ রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে বসে ৫ উইকেট! ৭৪ রানের সময় শেন ডোরিচ ফিরে গেলে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। এরপর রোস্টন চেজ ও কিমো পল মিলে ২০ রানের জুটি গড়ে দিনের বাকি সময়টুকু পার করেন। চেজ ২৭ ও পল ১৩ রানে অপরাজিত আছেন।

বল হাতে ভারতের শামি ২টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব।



রাইজিংবিডি/ঢাকা/৫ অক্টোবর ২০১৮/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়