ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চোট কাটিয়ে খেলতে প্রস্তুত মার্সেলো

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৬, ১১ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চোট কাটিয়ে খেলতে প্রস্তুত মার্সেলো

ক্রীড়া ডেস্ক : চোটের কারণে গত ২৬ সেপ্টেম্বরের পর থেকে রিয়াল মাদ্রিদ শিবিরের বাইরে রয়েছেন মার্সেলো। রক্ষণভাগের এই গুরুত্বপূর্ণ তারকাকে ছাড়া গত তিন ম্যাচের একটিতেও জয় পায়নি রিয়াল।

তবে হাটুর চোট কাটিয়ে রিয়ালের হয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছেন মার্সেলো। আন্তর্জাতিক ম্যাচের বিরতি শেষে ২০ অক্টোবর লেভান্তের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ব্রাজিলিয়ান এ ডিফেন্ডারকে।

স্প্যানিশ লা লিগায় গত ২৬ সেপ্টেম্বর সেভিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই হাটুতে অস্বস্তি বোধ করেছিলেন মার্সেলো। রক্ষণে মার্সেলোর কাছ থেকে সেরাটা না পাওয়ায় ম্যাচের শুরুতে দুই গোল হজম করতে হয়েছিল রিয়ালকে। তবে ওই ম্যাচের পর পরীক্ষায় জানা যায় দুই সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে উঠবেন মার্সেলো।

হাটুর চোটের কারণে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল দলে রাখা হয়নি মার্সেলোকে। এই অবসরে চোট কাটিয়ে পুনর্বাসনের জন্য বেশ কিছুদিন সময় পেয়েছেন তিনি। এবার পুরো সুস্থ হয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি।

সেভিয়ার বিপক্ষে হারের পর মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে রিয়াল মাদ্রিদ। এরপর চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর বিপক্ষে হেরেছে লস ব্লাঙ্কোসরা। সবশেষ লা লিগায় আলাভেজের বিপক্ষেও হেরেছে রামোস-মার্সেলো ও বেলহীন রিয়াল। এবার লেভান্তের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর পালা দলটির।



রাইজিংবিডি/ঢাকা/১১ অক্টোবর ২০১৮/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়