ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

আমিনুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২৩ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে আজ মঙ্গলবার সন্ধ্যায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল দল। 

এ নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গেল বাংলাদেশের মেয়েরা। এর আগে অবশ্য দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে তারা। দুই আসরে আট ম্যাচে জয় মাত্র একটি। ২০১৪ সালে ঘরের মাঠে একমাত্র জয়টা এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ভারতে ২০১৬ সালের আসরে চার ম্যাচের সবগুলোতেই হেরেছিল সালমা-জাহানারারা।

অবশ্য দুই বছরে বাংলাদেশ দল বদলে গেছে অনেকটাই। গত জুনে আগের ছয় আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে এশিয়া কাপ শিরোপা। বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছে মূল মঞ্চে।

মূল মঞ্চে অবশ্য বাংলাদেশকে কঠিন পরীক্ষাই দিতে হবে। ‘এ’ গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে বর্তমান চ্যাম্পিয়ন ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার সঙ্গে। আগামী ৯ নভেম্বর গায়ানায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। ১২ নভেম্বর সালমাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, ১৪ নভেম্বর শ্রীলঙ্কা ও ১৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ দল।



রাইজিংবিডি/ঢাকা/২৩ অক্টোবর/পরাগ/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়