ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তেল পাম্পে অঘোষিত ধর্মঘট!

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ২৯ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তেল পাম্পে অঘোষিত ধর্মঘট!

নিজস্ব প্রতিবেদক : আট দফা দাবিতে চলমান পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন চলছে। এবার নতুন আরেকটি দুর্ভোগে পড়েছেন ব্যক্তিগত গাড়ির মালিকরা। রাজধানীর তেল পাম্পগুলো কোনো ঘোষণা ছাড়াই তেল, গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে।

ব্যক্তিগত গাড়ির মালিকরা বলছেন, পরিবহন ধর্মঘটের সঙ্গে তাল মিলিয়ে গাড়ির জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে পাম্প কর্তৃপক্ষ। তবে পাম্প কর্তৃপক্ষ বলছেন, সরবরাহ না থাকায় তারা জ্বালানি সরবরাহ করতে পারছেন না।

সোমবার রাজধানীর বাড্ডা, গুলশান, মহাখালী ও বাংলামোটর  এলাকার বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখা গেছে, সেখানে তেল, গ্যাস বিক্রি বন্ধ রয়েছে। যারা তেল গ্যাস কিনতে আসছেন তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
 


ব্যক্তিগত গাড়ির মালিক, চালক, রাইড শেয়ারিংয়ের কর্মকর্তারা অভিযোগ করে বলেন, পরিবহন ধর্মঘটে ব্যক্তিগত গাড়ি বন্ধ রাখতে তেল পাম্প কর্তৃপক্ষ পরিবহন ফেডারেশনের সঙ্গে আঁতাত করে এ কাজটি করছেন। রাইড শেয়ারিংয়ের রাইডাইরা বলেন, তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, পাম্পে দুই থেকে তিন দিনের মজুত থাকে। কিন্তু ধর্মঘটের মাত্র একদিন গেল। এছাড়া গতকাল কোনো বাস বা ট্রাক পাম্প থেকে ফুয়েল ক্রয় করেনি। সুতরাং তাদের মজুত আরো বেশি দিন থাকার কথা।

সরেজমিনে কয়েকটি পাম্পে গিয়ে দেখা গেছে, পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে সকালে প্রতিটি পাম্পের সামনে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। গ্রাহকরা তেল বা গ্যাসের জন্য আসলে না করে দিচ্ছেন। গ্রাহকরা কারণ জানতে চাইলে কেউ কেউ বলছেন তেল ও গ্যাস মজুত নেই। আবার অনেকে বলছে, ‘কারণ জানি না মালিক বলেছে, তাই বন্ধ।’

মহাখালীর গুলশান সার্ভিস স্টেশনে অকটেন কিনতে আসা বাইকার সাজ্জাদ হোসেন বলেন, ‘কাল রাত থেকেই তেল পাওয়া যাচ্ছে না। আমি বেশ কয়েকটি পাম্পে তেলের জন্য গিয়েছি সেখানেও একই অবস্থা। মোটরসাইকেলে বেশি তেল নেই। এখন যদি তেল ধর্মঘটও চলে তাহলে তো আর বের হতে পারব না।’
 


রাজধানীর বাংলামোটর ফিলিং স্টেশন থেকে গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছিলেন উবার চালক মো. সুলেমান। তিনি বলেন, ‘সকাল থেকে ৪টি ফিলিং স্টেশনে গিয়েছি, কিন্তু কেউ তেল  দিচ্ছে না।’

গুলশান সার্ভিস স্টেশনের কর্মকর্তা জুয়েল রহমান বলেন, ‘কেন তেল গ্যাস নেই-এ বিষয়ে কিছুই বলতে পারব না। কিন্তু মালিক নির্দেশ দিয়েছেন বন্ধ রাখার, তাই বন্ধ।’

নাম প্রকাশে অনিচ্ছুক পাম্পে কর্মরত কয়েকজন শ্রমিক বলেন, ‘বেশিরভাগ পাম্প গাড়ির মালিকদের। যেহেতু তারাই ধর্মঘট ডেকেছেন সেহেতু পাম্পও বন্ধ রেখেছেন।’

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৯ অক্টোবর ২০১৮/নূর/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়