ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রওনক হত্যা: ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১ নভেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রওনক হত্যা: ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকায় হোলি উৎসব থেকে ডেকে নিয়ে কলেজছাত্র রওনক হত্যা মামলায় ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) জানে আলম মুনশী এ চার্জশিট ঢাকা সিএমএম আদালতে জমা দেন।

চার্জশিটভূক্ত আসামিরা হলেন- ইয়াছিন আহম্মেদ ইমন (১৭), লিজা আক্তার ওরফে মাইসা আলম (১৬), রিয়াজ আলম ফারহান (১৯), আব্দুল ওয়াহিদ (১৩), ওমর ফারুক (১৬), ফাহিম আহম্মেদ এ্যাফ্রো (১৭), আল আমিন ওরফে ফারাবি খান (১৪), বোরহান উদ্দিন রাব্বানী ওরফে জিসান (১৬), তাহসীন হোসেন বিজয় (১৫), ইয়াছিন ইমন (২০), সজিব মাহমুদ (১৭), আবেদুর রহমান উৎসব (১২), ইয়াছিন আলী (১৭) ও আসিফ। ওমর ফারুক পলাতক রয়েছে। তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারি আবেদন করেছেন।

চার্জশিটভূক্ত ১৪ আসামির মধ্যে ফারহান, ইমন ও আসিফ বাদে ১১ জনই কিশোর।

প্রসঙ্গত, গত ১ মার্চ দুপুর ১২টার দিকে শাখারী বাজারে রওনককে হোলি উৎসবের মধ্যে ছুরিকাঘাত করা হয়। এরপর তারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রওনকের এ বছর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।



রাইজিংবিডি/ঢাকা/১ নভেম্বর ২০১৮/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়