ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

আবারো আফ্রিকার বর্ষসেরা সালাহ

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ১৫ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারো আফ্রিকার বর্ষসেরা সালাহ

ক্রীড়া ডেস্ক : টানা দ্বিতীয়বারের মতো বিবিসি আফ্রিকান বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

২৬ বছর বয়সি এই তারকা তার ক্লাব সতীর্থ সাদিও মানে, মেধি বেনাশিয়া, থমাস পার্টেকে পেছনে ফেলে এই পুরস্কার জিতে নিয়েছেন।

গত মৌসুমে লিভারপুলের হয়ে ৫২ ম্যাচে ৪৪ গোল করেছিলেন প্রিমিয়ার লিগের বর্ষসেরার পুরস্কার জেতা সালাহ।

টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা হওয়ার পর সালাহ বলেছেন, ‘আবারো এটি জেতাটা দারুণ অনুভূতির। আমি খুশি এবং আগামী বছরও পুরস্কারটা জিততে চাই।’

গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে বড় অবদান ছিল সালাহর। এই ফরোয়ার্ডের ওপর ভর করেই ২৮ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলে মিসর।

‘২০১৮ সালে চমৎকার কিছু মুহূর্ত আছে। অ্যানফিল্ডে রোমার বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ) ম্যাচটা ছিল অবিশ্বাস্য। দলকে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে তুলতে গোল এবং সাহায্য করেছি’- বলেন সালাহ।

বর্ষসেরার জন্য এই বছর ৬ লাখ ৫০ হাজারেরও বেশি ভোট পেয়েছে বিবিসি। নাইজেরিয়ার যায়-যায় ওকোচার পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই বছর আফ্রিকার বর্ষসেরার পুরস্কার জিতলেন সালাহ।



রাইজিংবিডি/ঢাকা/১৫ ডিসেম্বর ২০১৮/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়