ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সুবর্ণচরে গণধর্ষণ : সাত আসামির রিমান্ড শুনানি আজ

মাওলা সুজন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:২৭, ৬ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সুবর্ণচরে গণধর্ষণ : সাত আসামির রিমান্ড শুনানি আজ

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের ঘটনায় এজাহারভুক্ত পাঁচজনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ফেনী জেলার সুলতানপুর এলাকা থেকে মামলার ৯ নম্বর আসামি সালাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে পুলিশ জানায়, আজ রোববার গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতজনকে জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নম্বর আমলি আদালতে (চরজব্বার) সোপর্দ করা হয়েছে। তাদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেছে পুলিশ। দিনের যেকোনো সময় আসামিদের রিমান্ড শুনানি হবে।

আদালতে সোপর্দকৃত আসামিরা হলেন- এজাহারভুক্ত বাদশা আলম বাসু, মো. সোহেল, মো. স্বপন, ইব্রাহিম খলিল বেচু, ঘটনার মূলহোতা রুহুল আমিন, জড়িত সন্দেহে গ্রেপ্তার হাসান আলী বুলু ও জসিম উদ্দিন।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ইব্রাহিম খলিল জানান, গ্রেপ্তারকৃত আট আসামির মধ্যে একজনকে রোববার ভোরে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোট আট আসামির মধ্যে সাতজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে।




রাইজিংবিডি/নোয়াখালী/৬ জানুয়ারি ২০১৯/মাওলা সুজন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়