ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

প্রশংসায় ভাসছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার ট্রেইলার (ভিডিও)

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৯, ২১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রশংসায় ভাসছে ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার ট্রেইলার (ভিডিও)

‘ফাগুন হাওয়ায়’ সিনেমার দৃশ্য

বিনোদন ডেস্ক : থানার সামনে চেয়ার পেতে বসে আছেন পাকিস্তানি এক পুলিশ কর্মকর্তা। পাশেই ব্ল্যাকবোর্ডে লিখে উর্দু ভাষা শেখাচ্ছেন অভিনেতা ফারুক আহমেদ। এ সময় পাশের একটি গাছের ডালে বসে কোকিল ডাকছিল। তখন পুলিশ কর্মকর্তা ফারুককে জিজ্ঞাসা করেন, ‘এ পাখি কি বাংলা বলছে?’ অনেকটা ভয়ে মাথা নাড়িয়ে ফারুক হ্যাঁ সূচক সম্মতি জানান। এরপর পুলিশ কর্মকর্তাটি ক্ষুব্ধ হয়ে ওই পাখিটিকে লক্ষ্য করে গুলি ছোড়েন।

পরিচালক তৌকীর আহমেদের নতুন সিনেমা ‘ফাগুন হাওয়ায়’। এর আগে সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। গতকাল রবিবার প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার। এতেই এমন দৃশ্য দেখা যায়। বায়ান্নর ভাষা আন্দোলন নিয়ে নির্মিত এ সিনেমার শুটিং খুলনার বিভিন্ন স্থানে হয়েছে। ১৯৫২ সালের প্রেক্ষাপট চমৎকারভাবে তুলে আনার চেষ্টা করেছেন নির্মাতা। বিশেষ করে সিনেমাটোগ্রাফি প্রশংসার জোর দাবি রাখে। এদিকে অন্তর্জালেও প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটির ট্রেইলার। 

‘ফাগুন হাওয়ায়’ সিনেমায় প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও অভিনেতা সিয়াম আহমেদ। এতে সিয়ামের চরিত্রের নাম নাসির। দীপ্তি চরিত্রে অভিনয় করেছেন তিশা। পাকিস্তানি পুলিশ কর্মকর্তা জামশেদ চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা যশপাল শর্মা। এছাড়াও অভিনয় করেছেন-আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, আজাদ সেতু, আবদুর রহিম, হাসান আহমেদসহ অনেকে।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমাটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম। টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, হোম অ্যাপ্লায়েন্স ও অটোমোবাইল পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আগামী ১৫ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

দেখুন : ‘ফাগুন হাওয়ায়’ ট্রেইলার।

 

রাইজিংবিডি/ঢাকা/২১ জানুয়ারি ২০১৯/শান্ত/মারুফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়