ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আইন মন্ত্রিসভায় অনুমোদন

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ২৮ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশের পতাকাবাহী জাহাজ আইন মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় প্রতিবেদক : ‘বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সংরক্ষণ) আইন-২০১৯’ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে আইনটির অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী জাহাজের সুরক্ষা দিতে আইন সংশোধন করা হয়েছে। আগের অধ্যাদেশে থাকা বৈদেশিক বাণিজ্যে ৪০ ভাগ দেশীয় পণ্য পরিবহনের বাধ্যবাধকতা ৫০ ভাগে উন্নীত করা হয়েছে।

সচিব বলেন, দেশীয় পতাকাবাহী জাহাজ পণ্য পরিবহনে অপারগ হলে অন্য জাহাজে পণ্য পরিবহন করা যাবে। দেশের জাহাজ শিল্পকে সুরক্ষা দিতে এ আইন করা হচ্ছে।

আইনের কোনো বিধি অমান্য করলে পাঁচ লাখ টাকা জরিমানারও বিধান রাখা হয়েছে বলে জানান তিনি।



রাইজিংবিডি/ঢাকা/২৮ জানুয়ারি ২০১৯/নঈমুদ্দীন/আসাদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়