ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভালোবাসা দিবসে বিশেষ শিশুদের প্রতি ভালোবাসা

মহিউদ্দিন অপু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ১৪ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভালোবাসা দিবসে বিশেষ শিশুদের প্রতি ভালোবাসা

মহিউদ্দিন অপু : ‘ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের দরকার হয় না। তবুও বিশ্বজুড়ে বছরের একটি দিন পালিত হচ্ছে, ভালোবাসার প্রতীকী দিবস হিসেবে। যদিও ভালোবাসা দিবস নিয়ে অনেক বিতর্ক আছে। তারপরও ভালোবাসার নাম দিয়ে বিশেষ শিশুদের নিয়ে সুন্দর কিছু হলে মন্দের কি?’ কথাগুলো বলছিলেন সামাজিক সংগঠন ‘গর্জে ওঠো’র সদস্য সচিব বোরহান ইউসুফ।

সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে বিভিন্ন প্রকার সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘গর্জে ওঠো’। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি এবারের বিশ্ব ভালোবাসা দিবসে সমাজের বিশেষ শিশুদের সঙ্গে ভালোবাসা বিনিময়ের মাধ্যমে দিবসটি পালন করে।

গর্জে ওঠো সংগঠনের স্বেচ্ছাসেবক হাফসা, প্রত্যাশা, সুমন, সুজন, এমদাদ, কানিজ ফাতিমা। তারা বলেন, ‘প্রতিবন্ধীরা সমাজের দায় নয়, সম্পদ- এই স্লোগানকে সামনে রেখে যশোরের সাঈদা বানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে আজ আমরা ভালোবাসা দিবস পালন করেছি। আমরা সাঈদা বানু সূচনা প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ জন ছাত্রছাত্রীকে ভালোবাসা দিবসের উপহার দিয়েছি, তাদের নিয়ে কেক কেটেছে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও করেছি।’

গর্জে ওঠো সংগঠনের আহবায়ক কামাল মুস্তাফা। তিনি বলেন, ‘ভালোবাসার শক্তিতে সুন্দর একটি পৃথিবী গড়ার শপথ নেওয়ার দিন আজ। ভালোবাসা দিবস প্রবর্তনের শুরু থেকে বিশ্বব্যাপী দিনটি পালন করা নিয়ে তরুণ প্রজন্মের মধ্য একটু বেশিই মাতামাতি ও আনন্দ প্রাধান্য পাচ্ছে। তবে বহুমাত্রিক দৃষ্টিকোণ থেকে ভালোবাসা ও ভালোবাসা দিবস সব বয়সীদের জন্যই হতে পারে। হতে পারে প্রতিবন্ধী এসব বিশেষ শিশুদের জন্যও।’




রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৯/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়