ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

পুলিশ স্পোর্টস ইভিনিংয়ে কৃতি খেলোয়াড়রা পুরস্কৃত

মাকসুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ২১ ডিসেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ স্পোর্টস ইভিনিংয়ে কৃতি খেলোয়াড়রা পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ইভিনিং-এ ক্রীড়ায় আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী বাংলাদেশ পুলিশের কৃতি খেলোয়াড়দেরকে পুরস্কৃত করা হয়েছে।

 

বুধবার রাতে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন সেন্টারে কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক।

 

অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুনাক সভানেত্রী শামসুন্নাহার রহমান। এ ছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, খেলোয়াড় এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

আন্তর্জাতিক পর্যায়ে ১৮ জন, জাতীয় পর্যায়ে ৬৪ জন এবং ২০১৬ সালে বাংলাদেশ পুলিশ ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি, ব্যাডমিন্টন, কারাতে, জুডু, কুস্তি ইত্যাদি ইভেন্টে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ হওয়ার গৌরব অর্জনকারী ৫২১ জন খেলোয়াড় পুরস্কার লাভ করেন।

 

বর্ষসেরা খেলোয়াড় হিসেবে দুজন পুরুষ এবং দুজন নারীকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন- নায়েক মো. দ্বীন ইসলাম মৈশান, এএসআই (নিরস্ত্র) মো. মাহাবুবুল আলম, কনস্টবল মোছা. লতা পারভীন ও এএসআই (নিরস্ত্র) নাছিমা আক্তার।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৬/মাকসুদ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়