ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

নাটোরে কিডনী চুরির অভিযোগে চিকিৎসক আটক

এমএম আরিফুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাটোরে কিডনী চুরির অভিযোগে চিকিৎসক আটক

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের একটি বেসরকারি হাসপাতালে রোগীর কাছ থেকে কিডনী চুরির অভিযোগে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।

এদিকে পুলিশের অভিযানের আগেই ওই হাসপাতালের মালিক পালিয়ে গেছে।

নাটোর থানার এসআই মাসুদ রানা জানান, সিংড়া উপজেলার ছোট চৌগ্রামের আসমা বেগম প্রায় দুই বছর আগে নাটোর শহরের জনসেবা হাসপাতালে ডান কিডনীর পাথরের অপারেশন করান। অপারেশনের ৮ মাস পর ব্যথা অনুভব করলে অন্য হাসপাতালে পরীক্ষা করলে সেসময় জানা যায় তার ডান পাশের কিডনী নেই। বিষয়টি জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তার কিডনী রয়েছে বলে যে চিকিৎসাপত্র দেয় তাতে আসমা বেগম সুস্থ হয়ে যান।

সম্প্রতি তিনি আবার অসুস্থ হয়ে পড়লে গত বুধবার আকেটি হাসপাতালে পরীক্ষা করা হলে সেখানে পরীক্ষার পর আবারো জানা যায় আসলেই তার  কিডনী নেই।

বিষয়টি নিয়ে শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষকে আবার জানালে তারা কিডনী নেই বিষয়টি অস্বীকার করে। এরপর শুক্রবার দুপুরে আসমা বেগমের ছেলে রবিউল ইসলাম নাটোর সদর থানায় অভিযোগ করেন।

পুলিশ বিকেলে ওই হাসাপাতালে অভিযান চালিয়ে সেখানকার চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নানকে আটক করে পুলিশ।

তবে অভিযানের আগেই পালিয়ে যায় হাসপাতালের মালিক কর্তৃপক্ষ।

 

 

রাইজিংবিডি/নাটোর/৩ ফেব্রুয়ারি ২০১৭/এম এম আরিফুল ইসলাম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ