ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শের-ই বাংলা মেডিক্যালে ইন্টার্নিদের কর্মবিরতি

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শের-ই বাংলা মেডিক্যালে ইন্টার্নিদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের ডাকে সাড়া দিয়ে আজ শনিবার দুপুর ১২ টা থেকে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শেবাচিমের বঙ্গবন্ধু ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. অনুপ সরকার।

তিনি বলেন, ‘অহেতুকভাবে বগুড়া মেডিক্যালের চার ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ছয় মাসের জন্য স্থগিত করার প্রতিবাদে বগুড়া শজিমেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করে। এরই প্রেক্ষিতে কেন্দ্র থেকে সারা দেশের মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়। তাই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা এ কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছে।’

এদিকে আজ শনিবার দুপুর ১২টা থেকে অধিকাংশ ইন্টার্ন চিকিৎসক কর্মস্থল ত্যাগ করতে শুরু করেন। এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে শেবামেক ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশন ও বঙ্গবন্ধু ইন্টার্ন ডাক্তার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এখন ঢাকায় অবস্থান নিয়েছেন।

এ ব্যাপারে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এস সিরাজুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার পর ইন্টার্নিরা কর্মবিরতিতে গেছে, এমন তথ্য পাওয়া গেছে। তবে এতে আমাদের রোগীদের তেমন ক্ষতি হবে না। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক রয়েছে।’



রাইজিংবিডি/বরিশাল/৪ মার্চ ২০১৭/জে. খান স্বপন/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়