ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে একই সঙ্গে চার সন্তানের জন্ম

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ৫ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে একই সঙ্গে চার সন্তানের জন্ম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে একই সঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

গত শুক্রবার দুপুরে চট্টগ্রামের আকবর শাহ থানার সার্জিকেয়ার নামক ক্লিনিকে অপারেশনের মাধ্যমে চারটি সন্তানের জন্ম হলেও রোববার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

এ গৃহবধূর নাম জেসমিন আক্তার (২৩)। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে এবং একটি মেয়ে। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচারক খাজা মোহাম্মদ হোসেন কাউসার রোববার সকালে বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জানান, রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের গুজরা গ্রামের প্রবাসী রমজান আলীর স্ত্রী জেসমিন আক্তার শুক্রবার সকালে একই সঙ্গে চারটি সন্তান প্রসব করেন। তিন বছরের দাম্পত্য জীবনে তাদের সংসারে আগের একটি কন্যা সন্তান রয়েছে। নবজাতক ও মায়ের সুস্থতার জন্য বিষয়টি তাৎক্ষণিক সবাইকে জানানো হয়নি। বর্তমানে চার  শিশুসন্তান ও তাদের মা সুস্থ রয়েছে।

চার সন্তান জন্মদানের এ অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. শিরীনাজ বেগম, ডা. কাজী ফারজানা হক এবং ডা. তানজিম রেজা।



রাইজিংবিডি/চট্টগ্রাম/০৫ মার্চ ২০১৭/রেজাউল/বকুল   

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়