ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বিশ্ব স্বাস্থ্য দিবসে বিনামূল্যে স্বাস্থ্য কর্মসূচি

মামুন খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ব স্বাস্থ্য দিবসে বিনামূল্যে স্বাস্থ্য কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্য সেবামূলক কর্মসূচির আয়োজন করে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে রক্তের গ্রুপ, রক্তচাপ ও স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করে সংগঠনটি।

কেন্দ্রীয় সংসদের মহাসচিব মো. সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিশ্বব্যাপী স্বাস্থ্য সেক্টরে রোগ নির্ণয় সেবায় মেডিক্যাল  টেকনোলজিস্টদের ভূমিকা অনস্বীকার্য। পেশাগত দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের কল্যাণে আজ বেকার অ্যন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন সকাল ৯টা প্রায় দুই শতাধিক মানুষের রক্তের গ্রুপ, রক্তচাপ ও স্বাস্থ্য পরামর্শ সেবা প্রদান করে।

সেবামূলক কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. শফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা মহানগর কমিটির মহাসচিব রিপন কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৭/মামুন খান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়