ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, বাস ভাঙচুর

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ২৬ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ, বাস ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীতে বিক্ষোভ করেছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরজুড়ে এ কর্মসূচি পালিত হয়েছে। উচ্চশিক্ষার সুযোগসহ চারদফা দাবিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা এ আয়োজন করে।

বিক্ষোভ চলাকালে রাজশাহী কলেজের শিক্ষার্থীবাহী একটি বাস ভাঙচুর করেন আন্দোলনকারীরা। এর ফলে বাসের দুই আরোহী আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। শিক্ষার্থীদের নিয়ে বাসটি পুঠিয়ার বানেশ্বর থেকে রাজশাহী কলেজে আসছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে রাস্তায় অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের নিয়ে রাজশাহী কলেজের বাসটি ওই এলাকা অতিক্রম করছিল। কোনো কারণ ছাড়াই আন্দোলনকারীরা বাসটিতে হামলা চালায়। এর আগে সেখানে মানববন্ধন করেন ম্যাটস শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সাধারণ সম্পাদক কৌশিক জামাল জুয়েল দাবি করেন, উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা বাসটিতে হামলা চালিয়েছে। এ ঘটনায় দুঃখপ্রকাশ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান বলেন, শিক্ষার্থীবাহী বাসটির কয়েকটি জানালার কাঁচ ভেঙে গেছে। ওই সময় পুলিশ পাশেই দায়িত্বপালন করছিল। এর ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়েছে।

এ ঘটনার পর আন্দোলনকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। পরে মিছিল নিয়ে নগরীর রেলগেট এলাকায় গিয়ে কর্মসূচি শেষ করে ম্যাটস শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের রাজশাহী শাখার সভাপতি রমজানুল মোবারক সাইমের নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ প্রমুখ।



রাইজিংবিডি/রাজশাহী/২৬ এপ্রিল ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়