ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসিমুখে রোগীদের সেবা দিতে হবে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২০, ৫ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাসিমুখে রোগীদের সেবা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : বুকের ভেতর যত কষ্টই থাকুক না কেন হাসিমুখে রোগীদের সেবা দেওয়ার জন্য নার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এ-ব্লকের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিএসএমএমইউতে সদ্য নিয়োগ পাওয়া নার্সদের সঙ্গে উপাচার্যের এ মতবিনিময়ের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘নার্সিং একটি সম্মানিত ও মহৎ পেশা। নার্সদের বুকের ভেতর যত কষ্ট থাকুক, হাসিমুখে রোগীদের সেবা দিতে হবে। নিজ হাতে ওষুধ খাওয়াতে হবে এবং আলাদাভাবে কমপক্ষে দিনে তিনবার রোগীরা কেমন আছেন সে বিষয়ে খোঁজ-খবর নিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন উন্নত নার্সিং সেবাসহ উন্নত চিকিৎসাসেবার ওপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বন্ধুত্বপূর্ণ কাজের পরিবেশ বজায় রাখা, কারো সঙ্গে খারাপ ব্যবহার না করাসহ চেইন অব কমান্ড মেনে চলে সম্মিলিতভাবে এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

উপাচার্য জানান, নার্স নিয়োগ নিয়ে বর্তমান প্রশাসনের ওপর কলঙ্কের ছাপ দেওয়ার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু নার্স নিয়োগের বিষয়ে সিন্ডিকেটের মাধ্যমে গঠিত অনুসন্ধান কমিটি কোনো অনিয়ম খুঁজে পায়নি। তিনি বলেন, ‘এ থেকেই প্রমাণিত হয়, বর্তমান প্রশাসন কোনো ধরনের অন্যায় ও অনিয়মকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে না।’

মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, নার্সিং সুপারিনটেনডেন্ট সান্তনা রাণী দাস, অতিরিক্ত নার্সিং সুপারিনটেনডেন্ট হালিমা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা আধুনিক নার্সিং শিক্ষা ও সেবার স্বপ্নদ্রষ্টা মহীয়সী নারী ফ্লোরেন্স নাইটিংগেলের আদর্শে উজ্জীবিত হয়ে নার্সদের দরদ ও মমতা দিয়ে রোগীদের সেবাদানের আহ্বান জানান।



রাইজিংবিডি/ঢাকা/৫ জুন ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়