ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

প্রয়োজনে মুক্তামণিকে বিদেশ নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ২৫ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রয়োজনে মুক্তামণিকে বিদেশ নেওয়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক : অজানা রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামণিকে (১২) প্রয়োজনে বিদেশ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তামণির সার্বিক পরিস্থিতি জানালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

ডা. সামন্ত লাল সেন জানান, মঙ্গলবার দুপুরে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মুক্তামণির চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানান। সব শুনে প্রধানমন্ত্রী মুক্তামণিকে প্রয়োজন  বিদেশ নেওয়ার নির্দেশনা দেন। তবে ঢামেকের পক্ষ থেকে মুক্তামণির চিকিৎসারর ব্যাপারে অপারগতা প্রকাশ করা হয়নি।

ডা. সামন্ত লাল আরো জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে মুক্তামণির বিষয় জানিয়ে তিনি সিঙ্গাপুরে ই-মেইল করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখান থেকে কোনো উত্তর আসেনি।

তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ইতিবাচক কিছু জানালে মুক্তামণিকে সেখানে পাঠানো হতে পারে।

গত ১১ জুলাই মুক্তামণিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। এখনো মুক্তামণির রোগ শনাক্ত হয়নি।

মুক্তামণি সাতক্ষীরার সদর উপজেলার দক্ষিণ কামারপাশা গ্রামের মো. ইব্রাহিম হোসেন ও আসমা খাতুনের সন্তান।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জুলাই ২০১৭/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়