ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

বিসিবির ‘প্রথম পছন্দ’ ম্যাকগিল

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩১, ৩০ জুলাই ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিসিবির ‘প্রথম পছন্দ’ ম্যাকগিল

সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ হচ্ছেন স্টুয়ার্ট ম্যাকগিল

ক্রীড়া প্রতিবেদক : অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে কি না, তা নিশ্চিত নয়। কিন্তু অস্ট্রেলীয় কোচকে উড়িয়ে আনছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্পিন বোলিং কোচ হিসেবে বাংলাদেশে আসছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল।

২০০৬ সালে বাংলাদেশে দুটি টেস্ট খেলেছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। সেবার অসি দলে ছিলেন ম্যাকগিল। ফতুল্লা ও চট্টগ্রামে দুই টেস্টেই শেন ওয়ার্নের সঙ্গে হাত ঘুরিয়েছিলেন ম্যাকগিল। উইকেট পেয়েছিলেন ৮টি। এবার তাকেই কোচ করে নিয়ে আসছে বিসিবি।

বোর্ডের সঙ্গে এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ম্যাকগিলই তাদের ‘প্রথম পছন্দ’। সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়া সিরিজের আগে চলে আসবেন ৪৬ বছর বয়সি ম্যাকগিল।

রোববার নাজমুল হাসান পাপন বলেছেন, ‘স্পিন বোলিং কোচের জন্য আমরা ১০-১২ জনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। প্রায় প্রত্যেকেই বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল। আমাদের প্রথম পছন্দ স্টুয়ার্ট ম্যাকগিল। অস্ট্রেলিয়া সিরিজের আগেই চলে আসবে। প্রাথমিকভাবে তিন মাস কাজ করবে।’

সাকিব-মিরাজদের স্পিন বোলিং কোচ হতে যাওয়া ম্যাকগিল ৪৪ টেস্টে নিয়েছেন ২০৮ উইকেট। খেলেছেন ৩ ওয়ানডেও, সাফল্য মাত্র ৬ উইকেট। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার সাফল্য ঈর্ষণীয়। ১৮৪ ম্যাচে ৭৭৪ উইকেট পেয়েছেন।

এর আগে বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন রুয়ান কালপাগে। ২০১৬ সালের জুলাইয়ে গুলশানের হলি হার্টিজানে হামলার পর নিরাপত্তার অজুহাতে বাংলাদেশে আসেননি শ্রীলঙ্কান এ কোচ। এক বছরের বেশি সময় পর স্পিন বোলিং কোচ পেতে যাচ্ছে টিম বাংলাদেশ।

এ ছাড়া ব্যাটিং উপদেষ্টা হিসেবে ঢাকায় আসা অস্ট্রেলিয়ান মার্ক ও’নিলকে এক মাসের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি। ব্যাটিং উপদেষ্টা হলেও মূলত লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে কাজ করবেন মার্ক ও’নিল।

এইচপি ইউনিটের পেস বোলিং কোচের জন্য শ্রীলঙ্কান চম্পকা রামানায়েকের প্রতি আগ্রহ দেখিয়েছে বিসিবি। তবে এখনো বোর্ডের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি হয়নি চম্পকারা। বিসিবি সভাপতি জানিয়েছেন, চুক্তি হলে চম্পকা দীর্ঘমেয়াদে বাংলাদেশে কাজ করবেন। 

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ জুলাই ২০১৭/ইয়াসিন/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ