ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোনো ফ্লাইট বাতিল হয়নি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ১১ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কোনো ফ্লাইট বাতিল হয়নি

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডে কোন ফ্লাইট বাতিল করা হয়নি। তবে নির্ধারিত সময়ে কোন বিমান উড্ডয়ন করতে পারছে না।

বিমানবন্দর সূত্রগুলো জানায়, আগুন লাগার ১০ মিনিট পর নোভো এয়ারের কক্সবাজারগামী একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দর থেকে উড়ে যায়।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরের ভেতরে যাত্রীদের ঢুকতে দেওয়া হচ্ছে। সবকিছু নিয়ন্ত্রণে এনে পরবর্তী ফ্লাইট ছাড়তে আরো ঘণ্টাখানেক বিলম্ব হতে পারে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ইকবাল করিম জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও টার্মিনালের ভেতরে ধোঁয়া রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো কাজ করছেন। পরিস্থিতি স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ হয়নি। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

শুক্রবার দুপুর ১টা ৫০মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় দিনের সকল ফ্লাইট স্থগিত করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। এছাড়া এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল এভিয়েশন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

এদিকে জানা গেছে, বিমানবন্দরের তৃতীয় তলায় এয়ার ইন্ডিয়ার অফিস থেকে আগুনের সূত্রপাত হয়েছে।



রাইজিংবিডি/ঢাকা/১১ আগস্ট ২০১৭/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়