ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মৎস্য অধিদপ্তরের কাছে ইলিশের জিআই সনদ হস্তান্তর

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২৪ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৎস্য অধিদপ্তরের কাছে ইলিশের জিআই সনদ হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক বা জিওগ্রাফিক্যাল ইনডিকেশন (জিআই) পণ্য হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল জাতীয় মাছ ইলিশ। 

বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে এ জিআই সনদ তুলে দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। মৎস্য অধিদপ্তরের পক্ষে এর মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদ এ সনদ গ্রহণ করেন।

পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার মো. সানোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

ইলিশ বাংলাদেশের দ্বিতীয় পণ্য, যা শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর থেকে জিআই সনদ পেল।

জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই হচ্ছে একটি প্রতীক বা চিহ্ন, যা পণ্য ও সেবার উৎস, গুণাগুণ ও সুনাম ধারণ ও প্রচার করে। 

জিআই পণ্যের মালিকানা বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এর সঙ্গে পণ্যের রপ্তানি সক্ষমতা জড়িত। যাদের জিআই পণ্য যত বেশি, তাদের রপ্তানি সক্ষমতা তত বেশি।

প্রসঙ্গত, গত বছর মৎস্য অধিদপ্তর জাতীয় মাছ ইলিশকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে। সেই আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ১ জুন গেজেট প্রকাশের পর এ বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় ইলিশের নিবন্ধন নিশ্চিত হয়। গত বছর বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় জামদানি শাড়ি।



রাইজিংবিডি/ঢাকা/২৪ আগস্ট ২০১৭/হাসান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়