ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৩ রানে ৫ উইকেট নিয়ে তানভীরের ইতিহাস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৩, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ রানে ৫ উইকেট নিয়ে তানভীরের ইতিহাস

সোহেল তানভীর

ক্রীড়া ডেস্ক : প্রথম স্পেলে তিন ওভারে ২ রান দিয়ে নিলেন ৪ উইকেট। শেষ স্পেলে এসে উইকেট নিলেন আরো একটি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৪ ওভারে মাত্র ৩ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন সোহেল তানভীর।

ব্রিজটাউনে মঙ্গলবার গায়ানার হয়ে বার্বাডোজের বিপক্ষে বোলিং শুরু করেছিলেন তানভীর। পাকিস্তানি পেসারের করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ডাক মেরে ফেরেন কেন উইলিয়ামসন। প্রথম ওভারটি উইকেট মেডেন। তার দ্বিতীয় ওভারের প্রথম বলে ডোয়েইন স্মিথ জীবন পান আসাদ ফুদাদিন ক্যাচ ফেলায়। তবে পরের বলেই স্মিথ ফিরেছেন ২ রান করে।

তানভীর তার তৃতীয় ওভারের প্রথম দুই বলে এউইন মরগান ও কাইরন পোলার্ডকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। মরগান, পোলার্ড দুজনই মেরেছেন গোল্ডেন ডাক। হ্যাটট্রিক বলটা অবশ্য ঠেকিয়ে দেন নিকোলাস পুরাণ।

নিজের চতুর্থ ওভারের শেষ বলে স্বদেশী ওয়াহাব রিয়াজকে ফিরিয়ে ইনিংসে ৫ উইকেট পূর্ণ করেন তানভীর। চার ওভারে তিনি ডট বলই করেছেন ২২টি! বোলিং ফিগার ৪-১-৩-৫। ইকোনোমি রেট ০.৭৫। টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট শিকারে এটিই সবচেয়ে সেরা ইকোনোমি।

টি-টোয়েন্টিতে এত রানে ৫ উইকেট আছে কেবল আর দুজনের। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান স্পিনার রঙ্গনা হেরাথ।  এ বছরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩ রানে ৫ উইকেট নেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। তবে হেরাথের স্পেল ছিল ২ ওভারের এবং রশিদের ৩.৩ ওভারের। তানভীরের ০.০৫-ই তাই ৫ উইকেট শিকারে সেরা ইকোনোমি।

তানভীরের এমন বারুদে বোলিংয়ে গায়ানার দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫৯ রানেই গুটিয়ে গেছে বার্বাডোজ। ৯৯ রানে ম্যাচ জিতেছে গায়ানা। প্রত্যাশিতভাবেই ম্যাচসেরা হয়েছেন তানভীর।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/পরাগ 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়