ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৫৫, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : থ্যালাসেমিয়া সমস্যা প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল লটারি-২০১৭ এর ড্র অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়ায় যারা আক্রান্ত তাদের সঠিকভাবে রক্ত পরীক্ষা করা প্রয়োজন।  আর যারা আক্রান্ত হয়নি তাদেরও রক্ত পরীক্ষা করে নিশ্চিত হতে হবে। থ্যালাসেমিয়া প্রতিরোধ করা একক প্রতিষ্ঠানে পক্ষে সম্ভব না। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে দেশ চিকিৎসা সেবায় এগিয়ে গেছে। থ্যালাসেমিয়া সমস্যা প্রতিরোধে চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( সার্বিক)  মোহাম্মদ মুনির হোসেনের সভাপতিত্বে এসময় আরো  উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির ইঞ্জিনিয়ার ওমর গোলাম রব্বানীর   সমিতির উপদেষ্টা দীদার বখত প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/সাওন/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়