ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

আগস্টে বিএসএমএমইউতে পৌনে দুই লাখ রোগীর চিকিৎসা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪০, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আগস্টে বিএসএমএমইউতে পৌনে দুই লাখ রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রায় পৌনে দুই লাখ রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, চলতি আগস্ট মাসের ২৯ আগস্ট পর্যন্ত শুক্রবার ও সরকারি বন্ধের দিন ছাড়া মোট ২৪ দিনে ১ লাখ ৭২ হাজার ৯ শত ৬৭ জন রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ছুটির দিনে ১৫ আগস্ট ৪৭৮৮ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে ‘রোগীর সেবায় হই আরো যত্নবান’ থিমকে ধারণ করে বিএসএমএমইউতে মাসব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার নার্সিং সমাবেশ ও সপ্তাহব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ডা. মো.  হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. একেএম সালেক, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আব্দুস সোবহান, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, অতিরিক্ত পরিচালক ডা. নাজমুল করিম মানিক, ডেপুটি রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, নার্সিং সুপারিনটেডেন্ট শান্তনা রানী দাস, কর্মকর্তা ও উপাচার্য-এর পিএস-১ আমিনুল ইসলাম পলাশ প্রমুখ।

৪ সেপ্টেম্বর বহির্বিভাগ খোলা
পবিত্র ঈদুল আজহার বন্ধের মধ্যে রোগীদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগ আগামী ৪ সেপ্টেম্বর খোলা থাকবে। তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। ২ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে এ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর সেবা ও জরুরি বিভাগসমূহ প্রচলিত নিয়মে খোলা থাকবে। ৫ সেপ্টেম্বর মঙ্গলবার প্রচলিত নিয়মে অফিস খোলা থাকবে।

ঈদের জামাত পৌনে ৮টায়
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।



রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়