ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

অস্ট্রেলিয়াকে হারানোয় দুই কোটি টাকা পুরস্কার

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ৩০ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়াকে হারানোয় দুই কোটি টাকা পুরস্কার

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় দল ভালো করলে ক্রিকেটারদের পুরস্কার দিতে কার্পণ্য করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। খেলোয়াড়দের ভালো করতে উৎসাহিত করতে এ পুরস্কার দিয়ে আসছে বিসিবি। দিন যতই যাচ্ছে পুরস্কারের অঙ্ক ততই বাড়ছে।

শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট ম্যাচ জয়ের পর বিসিবি ক্রিকেটারদের এক কোটি টাকা পুরস্কার দিয়েছিল। ইংল্যান্ডকে হারানোয় সমান অঙ্কের টাকা পেয়েছিল মুশফিকের দল। অস্ট্রেলিয়া ক্রিকেটের অনত্যম বড় দল। তাই পুরস্কারের অঙ্কও দ্বিগুণ। অস্ট্রেলিয়াকে হারানোয় ক্রিকেট বোর্ড সাকিব-তামিমদের দিবে দুই কোটি টাকা। খেলা শেষে ড্রেসিং রুমে গিয়ে ক্রিকেটারদের পুরস্কারের বিশাল অঙ্ক ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শুধু ক্রিকেটারররা নন অস্ট্রেলিয়া সিরিজে কাজ করা টিম ম্যানেজম্যান্টের প্রত্যেককেই পুরস্কার দেয়ার কথা জানিয়েছেন বোর্ড সভাপতি। শীঘ্রই এ পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি। প্রধানমন্ত্রীর হাত থেকেই এ পুরস্কার নিবেন ক্রিকেটাররা।

এদিকে অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির পুরস্কারও পাবেন ক্রিকেটাররা। চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনালে খেলার আইসিসি থেকে বাংলাদেশ পেয়েছে ৩ কোটি ৬৪ লাখ টাকার প্রাইজমানি। দুটি পুরস্কার একই সঙ্গে পাবেন ক্রিকেটাররা।



রাইজিংবিডি/ঢাকা/৩০ আগস্ট ২০১৭/ইয়াসিন/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়