ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রোহিঙ্গা সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৯, ৯ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোহিঙ্গা সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা ও নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রাখাইনে গণহত্যা বন্ধ করা, রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক মহলসহ জাতিসংঘকে যুক্ত করার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা, জাতিসংঘ কর্তৃক মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করে রাখাইনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা, বাংলাদেশে আশ্রিত শরণার্থীদের দ্রুত স্বদেশে ফেরত নেওয়াসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করা ও যথাযথ পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করা, শরণার্থীদের যথাযথভাবে নিবন্ধনসহ পরিচয়পত্র প্রদান করার দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল হাসনাত। উপস্থিত ছিলেন সুজন মহানগর কমিটির জুবায়েরুল হক নাহিদ, সহ-সভাপতি ক্যামেলিয়া চৌধুরী ও মো. নাজিমউদ্দিন, ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশিদা আক্তার শেলী, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক ইউনূস আলী মাসুদ, মো. সেলিম প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৭/মেহেদী/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়