ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘রোগীদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে’

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ১৫ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোগীদের সন্তুষ্টি নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক : সমন্বিত সেবা নিন, সুস্থ থাকুন- এ প্রতিপাদ্য নিয়ে ফিজিয়াট্রি দিবস ২০১৭ পালিত হয়েছে।

এ দিবস উপলক্ষে রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।

ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন তথা ‘ফিজিয়াট্রি’ চিকিৎসা বিজ্ঞানের একটি বিশেষায়িত শাখা। যা অস্থিসন্ধি রোগ, বাতের ব্যথা, স্নায়ু রোগের চিকিৎসা ও পুনর্বাসনে অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ফিজিয়াট্রি দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় চত্বরের বটতলায় বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের যৌথ উদ্যোগে লাল-সবুজ রঙে সজ্জিত বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

প্রধান অতিথি হিসেবে র‌্যালির উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বি ব্লকের নীচতলায় ডা. মিল্টন হলে একটি বৈজ্ঞানিক সেমিনারের অয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, রোগীদের কষ্ট লাঘবে ও ব্যথামুক্ত জীবনযাপনে ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তবে সেবার মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ করে, রোগীরা যাতে সর্বাধুনিক উন্নত চিকিৎসাসেবা পান, সেদিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রোগীদের সন্তুষ্টির ওপর জোর দিতে হবে। চিকিৎসকের কাছে রোগীরা এসে যেন সুস্থ হয়ে সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন সেদিকে বিশেষ নজর দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. এম এ রশিদ।

স্বাগত বক্তব্য রাখেন বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শামসুন নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের জেনারেল সেক্রেটারি ডা. মো. শাহদাত হোসেন। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. মো. তসলিম উদ্দিন, ডা. মো. ফাইজুল ইসলাম, ডা. মুহিবুর রহমান রাফে।

সেমিনারে বিএসএমএমইউর প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. মঈনুজ্জামান, অধ্যাপক ডা. এ কে এম সালেক, অধ্যাপক মো. মনিরুজ্জামান খান, অধ্যাপক ডা. এম এ শাকুর, সহযোগী অধ্যাপক ডা. মো. আলী ইমরান, সহকারী অধ্যাপক ডা. মশিউর রহমান খসরুসহ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়