ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

রাজনীতি মেধাশূন্য হয়ে পড়ছে : মোস্তফা

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২১, ৫ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজনীতি মেধাশূন্য হয়ে পড়ছে : মোস্তফা

জ‌্যেষ্ঠ প্রতিবেদক : রাজনৈতিক দলগুলোতে অযোগ্য, চাটুকার এবং কালো টাকার মালিকদের প্রভাব বেড়েছে দাবি করে বাংলাদেশ ন‌্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া বলেছেন, এজন‌্য রাজনীতি মেধাশূন্য হয়ে পড়ছে।

রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে শহীদ সোহরাওয়ার্দীর মত নেতৃত্বের জীবন থেকে শিক্ষা গ্রহণ উচিত বলে মনে করেন তিনি।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ) ঢাকা মহানগর শাখা।

গোলাম মোস্তফা বলেন, ‘রাজনীতিতে মতপার্থক্য থাকবে, মতবিরোধ থাকবে তারপরও জাতীয় স্বার্থে ঐক্যমত প্রতিষ্ঠা করতে হবে। আর এটাই হলো সোহরাওয়ার্দীর প্রদর্শিত পথ।’

‘বাংলাদেশে রাজনৈতিক উৎকর্ষতা তখনই বাড়বে যখন সবার মানসিকতার পরিবর্তন আসবে। উৎকর্ষতার জন্য রাজনৈতিক দুরদর্শিতা, শিষ্টাচার, মেধার মূল্যায়ন প্রয়োজন। রাজনীতিবিদদের থাকার প্রয়োজন নৈতিকতা। যতদিন পর্যন্ত আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করতে পারবো না ততদিন রাজনীতিতে উৎকর্ষতা আসবে না’, বলেন তিনি।

২০ দলীয় জোটের এই শীর্ষ নেতা আরো বলেন, ‘আমরা যা বলি ব্যক্তি জীবনে তা করি না। রাজনীতিতে আজ আর ভালো ও যোগ্য মানুষরা অংশ নিতে চায় না। যখন দেখে রাজনৈতিক দলগুলোতে অযোগ্য, চাটুকার আর কালো টাকার মালিকদের প্রভাব দিন দিন বাড়ছে তখন রাজনীতি মেধাশূন্য হয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘ব্যক্তিগত লোভ আর উৎকর্ষতা নেই বলে ভালো মানুষ গিয়েও ভালো থাকতে পারে না। বাংলাদেশের বর্তমান রাজনীতিতে পরিবর্তন আনতে হলে নেতৃত্বের পরিবর্তন আনতে হবে। তা না হলে দেশে পরিবর্তন আসবে না। শিক্ষিত মানুষরাই আজ রাজনীতিতে বড় বোঝা। আমরা শ্রদ্ধা করতে ভুলে গেছি। রাজনীতিতে পরিবর্তন আনতে হলে সত্য বড়ই প্রয়োজন।’

নগর সদস্য সচিব মো. শহীদুন্নবী ডাবলুর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপ ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মো. নুরুল আমান চৌধুরী, সম্পাদক মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, উপসম্পাদক এখলাস হক, নগর যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, অধ্যক্ষ নজরুল ইসলাম, যুবনেতা আবদুল্লাহ আল কাউছারী, ছাত্রনেতা সোলায়মান সোহেল প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৫ ডিসেম্বর ২০১৭/রেজা/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়