ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ২১ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শনিবার শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ও ১২ থাকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ২০১৭ সালের এই দ্বিতীয় সেশনে ২ কোটি ২১ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা শিশু হাসপাতালে ‘জাতীয় এ প্লাস ক্যাম্পেইন-২০১৭’ এর দ্বিতীয় সেশনের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে ও ২০ হাজার অস্থায়ী কেন্দ্রে (ফেরিঘাট, লঞ্চঘাট, বাস স্টেশন, রেলস্টেশন এবং বঙ্গবন্ধু, দাউদকান্দি ও মেঘনা সেতু) ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এজন্য প্রতি কেন্দ্রে দুজন করে স্বাস্থ্যকর্মী থাকবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাঠকর্মীদের পাশাপাশি বেশকিছু বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকরা ক্যাম্পেইনে অংশ নেবেন।

উল্লেখ্য, ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানা রোগ হয়।



রাইজিংবিডি/ঢাকা/২১ ডিসেম্বর ২০১৭/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়