ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অ্যাক্রিডিটেড মেডিয়েটর সনদ পেলেন ২৮ আইনজীবী

মেহেদী হাসান ডালিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩০, ২২ ডিসেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অ্যাক্রিডিটেড মেডিয়েটর  সনদ পেলেন ২৮ আইনজীবী

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টসহ দেশের ২৭ জন আইনজীবী ও বিমান বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে অ্যাক্রিডিটেড মেডিয়েটর সার্টিফিকেট প্রদান করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি।

দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শেষে বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

সার্টিফিকেট তুলে দেন  চাটার্ড ইন্সটিটিউট অব আরবিট্রেটর্স (ইউকে) এর কোর্স ডিরেক্টর ইনবাভিজান, চাটার্ড ইন্সটিটিউট অব আরবিট্রেটর্স ইউকের প্রশিক্ষক আনান্থ ম্যারাথিয়া, আন্তর্জাতিক মেডিয়েটর কে এস শর্মা ও মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সার্টিফায়েড মেডিয়েটর (আইআইএএম) অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী।

সার্টিফিকেট প্রাপ্তরা হলেন- ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল, অ্যাডভোকেট হুমায়ন কবির শিকদার, অ্যাডভোকেট মো. আনিছুর রহমান খান, বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার কমোডর ম. ওবায়দুর রহমান, অ্যাডভোকেট আফসানা বেগম, অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, ব্যারিস্টার নাসিম খান, ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম, অ্যাডভোকেট সামসুন নাহার, অ্যাডভোকেট বদরুন নাহার, অ্যাডভোকেট মো. মনজুর মোরশেদ, অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান সম্রাট, অ্যাডভোকেট খালেদা সুলতানা নূর, অ্যাডভোকেট আব্দুর রহমান জিবাল, অ্যাডভোকেট সাধন কুমার বণিক, অ্যাডভোকেট মোহাম্মদ আয়ুব আলী, অ্যাডভোকেট পারভীন সুলতানা, ড. রাজীব কুমার গোস্বামী, ড. মুশফিকুল হুদা, অ্যাডভোকেট আলমগীর হোসেন, অ্যাডভোকট সমর চন্দ্র মণ্ডল, অ্যাডভোকেট এস এম শামীম আসাদ, অ্যাডভোকেট দেওয়ান মাহবুব আলী, অ্যাডভোকেট বিমল কৃষ্ণ রায়, অ্যাডভোকেট নুসরাত জাহান, অ্যাডভোকেট তপন গাইন, অ্যাডভোকেট তন্ময় রহমান ও অ্যাডভোকেট তানজিনা রহমান।

মেডিয়েশন সোসাইটির প্রতিষ্ঠাতা ও সার্টিফায়েড মেডিয়েটর (আইআইএএম) অ্যাডভোকেট সমরেন্দ্র নাথ গোস্বামী বলেন, ‘বাংলাদেশে এই প্রথম আন্তর্জাতিক মেডিয়েটর দ্বারা বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ২৮ জন আইনজীবীকে অ্যাক্রিডিটেড মেডিয়েটর (জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃত) সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সার্টিফিকেট প্রাপ্তরা এখন থেকে উচ্চ আদালতসহ দেশের সব আদালতে মেডিয়েটর (সালিশকারক) হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করলেন।’



রাইজিংবিডি/ঢাকা/২২ ডিসেম্বর ২০১৭/মেহেদী/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়