ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘বিএনপির কারা পদ্মা সেতুতে উঠছেন তা বলতে পারবে লোকজন’

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৩, ১০ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপির কারা পদ্মা সেতুতে উঠছেন তা বলতে পারবে লোকজন’

নিজস্ব প্রতিবেদক, সংসদ থেকে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিএনপি নেত্রী যে বক্তব্য দিয়েছেন, সে ব্যাপারে বেশি মনোযোগ না দেওয়াই ভালো। বিএনপির কারা সেতুতে উঠছেন তা এলাকার লোকজন ভালো বলতে পারবেন।   

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের ব্যাপারে আমি কী মন্তব্য করবো? জোড়াতালি দিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে- একথা কোন সুস্থ্য মানুষ বলতে পারে না এবং দলীয় নেতা-কর্মীদের ওই সেতুতে উঠতে নিষেধ করতে পারে না।’

বুধবার জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির (মহিলা আসন-৩০) এক প্রশ্নের জবাবে  তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘সেতু তো বিভিন্ন পার্ট (অংশ) তৈরি করে নির্মাণ করা হয়। জোড়া না দিলে তো সেতু হয় না। কিন্তু উনি (খালেদা জিয়া) জোড়াতালি কথাটি দিয়ে কী বোঝাতে চেয়েছেন, তা আমার বোধগম্য নয়।’  

শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় এসে জাপান সফর করি। সেই সফরকালে জাপান সরকারকে অনুরোধ করি পদ্মা ও রূপসী সেতু নির্মাণের। জাপান সরকার আমাদের সহায়তা করবে- সেই হিসেবে সমীক্ষাও হয়। আমি ভিত্তি প্রস্তর স্থাপন করি। এরপর বিএনপি ক্ষমতায় এসে সেই সেতু নির্মাণ বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে পুনরায় সেখানে সমীক্ষা করে, সেই কথা তারা বলে। পরে এই সেতু আর নির্মাণ হয় না। দ্বিতীয়বার আমরা সরকার গঠনের পর এই সেতু নির্মাণ শুরু করি, শুরুতেই একটু হোঁচট খাই, যেখানে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ আনে। তখন আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। এখন প্রমাণিত দুর্নীতি হয়নি।’

তিনি বলেন, ‘জানি না, পদ্মা সেতু হওয়ার পরে বিএনপি নেত্রী ও তার নেতা-কর্মীরা এতে ‍উঠবেন কী না।  বিএনপির কে কে পদ্মা সেতুকে উঠছেন তা এলাকার লোকজন বলতে পারবেন।’ 



রাইজংবিডি/ঢাকা/১০ জানুয়ারি ২০১৮/আসাদ/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়