ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

অসংক্রামক রোগ নিরূপণে গবেষণা চুক্তি

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৩ জানুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অসংক্রামক রোগ নিরূপণে গবেষণা চুক্তি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয় (বিএসএমএমইউ), লন্ডনের ক্যামব্রিজ ইউনিভার্সিটিসহ বিশ^খ্যাত সাত শিক্ষা, চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিবেশের সাথে অসংক্রামক রোগ নিরূপণের জন্য গবেষণা কার্যক্রমের যাত্রা শুরু হলো।

এ লক্ষে মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে সহযোগিতামূলক চুক্তি (মেমোরেনডাম অফ কোলাবরেশন) স্বাক্ষর হয়। বিএসএমএমইউর পক্ষে এতে স্বাক্ষর করেন উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

বিএসএমএমইউ ছাড়া চুক্তিতে স্বাক্ষর করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এবারডিন, ইনস্টিটিউট অফ ইপিডেমিওলজি ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড রিসার্চ (আইইডিসিআর), আইসিডিডিআরবি এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এনএইচএফএন্ডআরআই)।

ক্যামব্রিজ প্রোগ্রাম টু অ্যাসিস্ট বাংলাদেশ ইন লাইফস্টাইল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্ক রিডাকাশন শীর্ষক অনুষ্ঠানটিতে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, আইসিডিডিআরবি-এর নির্বাহী পরিচালক প্রফেসর জন ডি ক্লেমন্স, (আইইডিসিআর -এর পরিচালক ডা. মীরাজদি সাবরিনা ফ্লোরা, ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর জন দানেশ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যামব্রিজ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডা. রাজিভ চৌধুরী।

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক বলেন, অসংক্রামক রোগ এখন মারাত্মক আকার ধারণ করেছে। এখনই সচেতন না হলে ভবিষ্যতে এটা মহামারি রূপ নিতে পারে। ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ এখন টেকসই উন্নয়নের ক্ষেত্রে অন্যতম বাধা। এই রোগের চিকিৎসার চাইতে অবশ্যই প্রতিরোধের দিকে অধিক গুরুত্ব দিতে হবে।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, ভেজাল খাবার, বায়ুদূষণ, উচ্চরক্তচাপ, দুশ্চিন্তা, ধূমপান, চর্বি জাতীয় খাবার অধিক মাত্রায় গ্রহণ, আর্সেনিকসহ নানা কারণে অসংক্রামক রোগ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। শহরে এ রোগে আক্রান্ত হওয়ার হার গ্রামের তুলনায় বেশি।

শহর-গ্রাম ছাড়াও বস্তিবাসীদের মাঝে এ গবেষণা কার্যক্রম পরিচালিত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।



রাইজিংবিডি/ঢাকা/২৩ জানুয়ারি ২০১৮/সাওন/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়