ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিনামূল্যে সহস্রাধিক রোগীর চিকিৎসা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে সহস্রাধিক রোগীর চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক : ২০তম সামসুল হক মজুমদার স্মৃতি চক্ষু শিবির উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলায় বিনামূল্যে ওষুধ সরবরাহ, চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা, সাধারণ স্বাস্থ্যসেবার আয়োজন করেছে লায়ন্স ক্লাব অব ঢাকা।

রোববার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২ ফেব্রুয়ারি উপজেলার খাজুরিয়া মমতাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে চিকিৎসাসেবা কেন্দ্রে উপজেলার সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেন ছয় সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক দল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ঢাকার সভাপতি ডা. মোহাম্মদ সাইফুল, সাধারণ সম্পাদক ফেরদৌসী হাবিব, কোষাধ্যক্ষ ওয়াহিদা শারমিন, দপ্তর সম্পাদক গাজী তাওহীদ আহমেদ।

লায়ন্স ক্লাব ঢাকার সভাপতি ডা. মোহাম্মদ সাইফুল বলেন, লায়ন্স ক্লাব অব ঢাকা বাংলাদেশের প্রথম লায়ন্স ক্লাব। দীর্ঘ ষাট বছর ধরে আমরা দেশের আনাচে-কানাচে সেবা প্রদান করে আসছি। আমাদের উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে চক্ষু শিবির আয়োজন, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান, দুর্যোগকালীন সহায়তা, ছিন্নমুল শিশুদের মাঝে খাদ্য বিতরণ ও বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের সহয়তা প্রদান।

দপ্তর সম্পাদক গাজী তাওহীদ আহমেদ বলেন, সেবাব ব্রত নিয়ে কাজ করছে লায়ন্স ক্লাব ঢাকা।

গ্রামের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এ আয়োজন।

উল্লেখ্য, একসঙ্গে এত বিশেষজ্ঞ চিকিৎসক আসার খবরে বেশ কয়েকদিন আগে থেকে অপেক্ষায় ছিলেন গ্রামের নানান বয়সি রোগী। বিশেষজ্ঞ চিকিৎসকদের এমন সেবায় সন্তুষ্ট এলাকার লোকজন। সেবা নিতে আসা অনেকে এ চিকিৎসা কার্যক্রম চালু রাখার আহ্বান জানিয়েছেন।



রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়