ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৭, ৩১ মে ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত, আহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ধান বোঝাই ট্রাক উল্টে তিন ধানকাটা শ্রমিক নিহত ও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানী উপজেলার সাতাশিয়া পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবীন্দ্র সরদার (৫০), মাধবেন্দ্র সরদার (৪৮) ও বিকাশ মন্ডল (৪৫)।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার মাহামুদপুর গ্রামে ধানকাটা শেষ করে শ্রমিকরা ট্রাকে করে তাদের পারিশ্রমিক ভাগের ধান নিয়ে বাড়ি ফিরছিল। 

এ সময় ট্রাকটি উপজেলার সাতাশিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে ফেলে দেয়। এতে ট্রাকে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়। এতে আহত হয় অপর দুই শ্রমিক।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/৩১ মে ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়