ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রিসার্চ মেথডোলজি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রিসার্চ মেথডোলজি বিষয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলের এক্সটেশনে রিসার্চ প্রোমোশন সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপকদের জন্য আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, ট্রেনিং কোর্ডিনেটর ডা. গোলাম হাসান রাব্বানী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জানানো হয়, মোট ৪টি ব্যাচে ১৯২ জন সহযোগী অধ্যাপকদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী ২৭ জুন পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মসূচি চলবে।

অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ কর্মসূচি দক্ষতার সাথে শিক্ষকদের গবেষণা প্রকল্প তৈরিসহ বেশি করে গবেষণা কর্মে উৎসাহিত করবে বলে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার বক্তব্যে উল্লেখ করেন।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ জুন ২০১৮/সাওন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়