ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৫

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৬ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিশ্ববিদ্যালয়ের বাস খাদে, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহনকারী বাস খাদে পড়ে শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে শহরের আসছিল বিশ্ববিদ্যালয়ের একটি বাস। এ সময় সোনাকুড় এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিনচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং খাদে পড়ে যায়।

এতে অটোরিকশার পাঁচ যাত্রী ও বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/০৬ জুন ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়