ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

সচিবালয় প্রতিবেদক : সরকারি কাজে জবাবদিহিতা, স্বচ্ছতা ও গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর/সংস্থার মধ্যে ২০১৮-১৯ সালের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

সোমবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মণ্ডল অধীনস্থ সাতটি দপ্তর/সংস্থার প্রধানদের সঙ্গে এ চুক্তি সম্পাদন করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রণালয় ও দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী নিজ নিজ চুক্তিসমূহ বাস্তবায়নের মাধ্যমে মন্ত্রণালয়সহ দপ্তরসমূহের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার প্রতি আহ্বান জানান।




রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/নঈমুদ্দীন/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়