ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

১৮ জুন বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা থাকবে

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ১১ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
১৮ জুন বিএসএমএমইউয়ের বহির্বিভাগ খোলা থাকবে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝেও আগামী ১৮ জুন বিশেষ ব্যবস্থায় রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ খোলা থাকবে।

তবে ওইদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার প্রশান্ত কুমার মজুমদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৬ জুন শনিবার ও ১৭ জুন রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সব ক্লাশ, অফিস, হাসপাতালের বহির্বিভাগ বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে।

আগামী শুক্রবার (১৫ জুন) সাপ্তাহিক ছুটি হওয়ায় সেদিনও বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস ও হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে হাসপাতালের জরুরি বিভাগসমূহ ও হাসপাতালের ইনডোর সেবা প্রচলিত নিয়মে যথারীতি প্রচলিত নিয়মে চালু থাকবে।

এদিকে ঈদের ছুটির মাঝে হাসপাতালের সেবা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ জুন হতে প্রচলিত নিয়মে অফিস ও হাসপাতাল খোলা থাকবে।




রাইজিংবিডি/ঢাকা/১১ জুন ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়