ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৪, ২৪ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কনক কান্তি বড়ুয়া আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে ভূষিত

নিজস্ব প্রতিবেদক : দেশ-বিদেশে নিউরোসার্জারি বিষয়ক চিকিৎসা সেবা, গবেষণা ও শিক্ষকতায় অসামান্য অবদান রাখায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া পেয়েছেন ‘বিএমএএনএ রিকোগনিশন অ্যাওয়ার্ড-২০১৮’।

আগামী ২৭ জুলাই শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের লুসিয়ানা রাজ্যের নিউ অর্লিয়েন্সের শেরাটনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (বিএমএএনএ) কর্তৃক প্রদত্ত এই অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ডা. কনক কান্তি বড়ুয়া।

এছাড়া উপাচার্য দক্ষিণ আমেরিকার নিউ অর্লিয়েন্স-এ অনুষ্ঠেয় বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ৫ দিনব্যাপী ৩৮তম বার্ষিক সম্মেলনেও যোগদান করবেন।

সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ডা. কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ অর্লিয়েন্স এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। আগামী ৩০ জুলাই দেশে ফিরবেন তিনি।




রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৮/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়