ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

বিনামূল্যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৪ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিনামূল্যে ল্যাবরেটরি ইনভেস্টিগেশনসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতার ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৮ উপলক্ষে ১৫ আগস্ট বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে প্রথমবারের মতো বিনামূল্যে সকল ল্যাবরেটরি ইনভেস্টিগেশনসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার (জনসংযোগ) প্রশান্ত কুমার মজুমদার জানান, জাতীয় শোক দিবসের অন্যান্য কর্মসূচীর মধ্যে রয়েছে- সকাল ৭টায় ধনমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হতে যাত্রা ও পুষ্পস্তবক অর্পণ, সকাল ৮টা ৫০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বি ব্লকে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টা ১৫ মিনিটে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, সকাল ১০টা ৩০ মিনিটে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিগত সকল শহীদ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জোহর কোরানখানি, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।   




রাইজিংবিডি/ঢাকা/১৪ আগস্ট ২০১৮/সাওন/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়