ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

দেহ জোড়া লাগানো ‍জমজ শিশু ঢামেকে

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেহ জোড়া লাগানো ‍জমজ শিশু ঢামেকে

নিজস্ব প্রতিবেদক : দেহ জোড়া লাগানো দেড় মাস বয়সী জমজ শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার  ঢামেক হাসপাতালের ২০৫ নম্বর ওয়ার্ডের আট নম্বর বেডে এই জমজকে ভর্তি করা হয়। এসো কিছু করি নামের একটি সামাজিক সংগঠন ঢামেক হাসপাতালে ভর্তিতে সহযোগিতা করেছে।

জমজ শিশুর বাবার নাম মোহাম্মদ ইউনূস ও মায়ের নাম হোসনে আরা বেগম। তাদের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চনপুরে। বাবা ‍পেশায় দিনমজুর। গত ২১ আগস্ট চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে জমজ শিশুর জন্ম হয়। তাদের দেহের উপরের অংশ আলাদা। পেটের স্থান থেকে দেহ জোড়া লাগানো; অভিন্ন নাভি এবং দুটি পা।

ঢমেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. সৈয়দ আব্দুল আদিল জানান, এই জমজের চিকিৎসার জন্য বেশ কিছু পরিক্ষা-নীরিক্ষা করতে হবে। পরবর্তী সময়ে মেডিক্যাল বোর্ড বসে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে।



রাইজিংবিডি/ঢাকা/৭ অক্টোবর ২০১৮/নূর/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়