ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিআরবি হসপিটালে কিডনি সচেনতা-সেবা সপ্তাহ

বুলবুল চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১৩ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিআরবি হসপিটালে কিডনি সচেনতা-সেবা সপ্তাহ

মেডিক্যাল প্রতিনিধি : বিআরবি হাসপিটালে কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এম এ সামাদ বলেছেন, আন্তর্জাতিক মানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রত্যয়ে দেশের বিআরবি হসপিটাল লিমিটেড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বছরব্যাপী বিভিন্ন জনসচেতনতা ও সেবামূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে।

তিনি বলেন, আন্তর্জাতিক কিডনি দিবস-২০১৯ উপলক্ষে বিআরবি হসপিটাল নিজস্ব কম্পাউন্ডে কিডনি রোগ পরীক্ষা-নিরীক্ষা নামমাত্র মূল্যে করবে। একই সাথে কিভাবে কিডনি দীর্ঘদিন সুস্থ রাখা যায়-সে বিষয়ে পরামর্শ প্রদান করবে।

বুধবার হাসপাতালের সভাকক্ষে ‘কিডনি সচেতনতা ও সেবা সপ্তাহ-২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সুবির নন্দী।

এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক ডা. এম এ রহমান, মেজর (অব.) ডা. একে এম মাহাবুবুল হক প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/১৩ মার্চ ২০১৯/বুলবুল চৌধুরী/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়