ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বার্সার রেকর্ড ছুঁয়ে রিয়ালের বড় জয়

শামীম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৮, ৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বার্সার রেকর্ড ছুঁয়ে রিয়ালের বড় জয়

গোলের পর মার্সেলো ও রোনালদোর উদযাপন

ক্রীড়া ডেস্ক : গত বছরের শেষদিকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে বেশ ফুরফুরে মেজাজেই ছিল রিয়াল মাদ্রিদ। তাই নতুন বছরের শুরুতে কোপা দেল রে’র ম্যাচে তারকা খেলোয়াড়দের ছাড়াই সেভিয়াকে হারায় লস ব্লাঙ্কোসরা।

 

লা লিগায় নতুন বছরের শুরুতে ঘরের মাঠে গ্রানাডাকে প্রতিপক্ষ হিসেবে পায় রিয়াল মাদ্রিদ। এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচে গ্রানাডাকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোনালদো-ইস্কো-বেনজেমারা।

 

গ্রানাডার বিপক্ষে এ জয়ে সব প্রতিযোগিতায় টানা ৩৯ ম্যাচে অপরাজিত রইল রিয়াল। এর মধ্য দিয়ে বার্সেলোনার ৩৯ ম্যাচে অপরাজিত থাকার স্প্যানিশ রেকর্ড ছুঁয়ে ফেলল দলটি। আর এক গোল হলেই স্প্যানিশ ক্লাব হিসেবে অপরাজিত থাকার নতুন রেকর্ড গড়বে জিনেদিন জিদানের প্রশিক্ষিত দলটি।

 

চেনা আঙ্গিনায় ম্যাচের ১২ মিনিটেই রিয়ালের গোল উৎসবের সূচনা করেন ইস্কো। ২০ মিনিটে তা দ্বিগুণ করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ম্যাচের ২৭ মিনিটে রিয়াল সমর্থকদের আরও একবার উচ্ছ্বাসে ভাসান দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর বিশ্রামে যাওয়ার আগে ম্যাচের ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোলে রিয়ালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন ইস্কো। প্রথমার্ধে পাওয়া এ চার গোলের লিড নিয়েই বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা।

 

বিশ্রাম শেষে মাঠে ফিরে আক্রমনের গতি ধরে রাখলেও প্রথমার্ধের মতো সেভাবে গোল পায়নি রিয়াল। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে রিয়ালের হয়ে কেবল একটি গোলের সুযোগ পান কাসেমিরো। তার লক্ষ্যভেদের পর আর কোনো গোল হয়নি ম্যাচটিতে। ফলে ঘরের মাঠে ৫-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা।

 

এ জয়ের ফলে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও পোক্ত হল রিয়ালের। ১৬ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লস ব্লাঙ্কোসরা। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সেলোনা।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৭/শামীম/ আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়